২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

কাউখালীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে গন সমাবেশ।

নিজস্ব প্রতিবেদকঃ

(নুরুজ্জামান খোকন)

অদ্য ২৪ আগষ্ট শনিবার বৈকাল ৩:৩০ সময় পিরোজপুর কাউখালী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে দক্ষিণ বাজার স্টল সেট ঘরে একটি গণ সমাবেশের আয়োজন করা হয়। অতঃপর ৫:৩০ সময় নেতাকর্মীদের নিয়ে শহরের মূল সড়কে একটি বিক্ষোভ মিছিল শেষে সমাপ্তি ঘোষনা করা হয়।
ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজকের এই গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ ইয়াহ্হিয়া হাওলাদার – সভাপতি ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ আল আমিন-সেক্রেটারি ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখা,
মাওলানা মোঃ জিয়াউল করিম সহ সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন পিরোজপুর, মাওঃ মোঃ রেজাউল করিম সভাপতি দ্বীন কায়েম সংগঠন কাউখালী,
সভাপতিত্ব করেন – মোঃ আলী হোসেন হাওলাদার, ইসলামী আন্দোলন সভাপতি কাউখালী উপজেলা শাখা, এইচ এম হাফিজুল্লাহ সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাউখালী,মাওলানা মোঃ নজরুল ইসলাম সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখা, মাওলানা মোঃ ওমর ফারুক সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কাউখালী, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওঃ মোঃ জিয়াউর রহমান সেক্রেটারি ইসলামী আন্দোলন কাউখালী উপজেলা শাখা। এছাড়াও
মোঃ মনোয়ার হোসেন মিয়া সাবেক সভাপতি কাউখালী, মাওলানা মোঃ সিহাব উদ্দিন কাসেমী সাবেক সভাপতি পিরোজপুর জেলা।
বক্তব্যে তাদের দাবিগুলো বাস্তবায়নে সকলকে একসাথে নেতৃত্বের সহিত কাজ করার আহ্বান জানান, সরকার পতনে আন্দোলনে বিভিন্ন স্থানে সংগঠনের কর্মীর মোট মৃতের সংখ্যা ১৮ এবং আহত ৫ শতাধিক উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলামী শাসন রাষ্ট্র কায়েমের লক্ষ্যে নেতৃবৃন্দ সকলকে উৎসাহিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *