সিলেটের শাহপরান থানার খাদিম নগর ইউনিয়নে মীর মহল্লা গ্রামে আব্দুল ছামাদ এর চাচী ফাতেমা বেগমের হত্যা কারী এজাহার নামীয় আসামী ৩৪নং ওয়াডের কাউন্সিলর জয়নাল আবেদীনের ভাতিজা রিপন গাজী ও তার কেডার বাহীনির অত্যাচার দিন দিন বেরেই চলছে, দীর্ঘ ৩৫ দিনেও গ্রেফতার করা হচ্ছে না আসমী, নিরব ভুমিকায় থানা পুলিশ।
এজাহার সুত্রে,
গত ১২/৭/২০২৪ ইং তারিখ বিকালে আঃ ছামাদের ও তার পরিবারের উপর হামলা কারী রিপন গাজী ও তার কেডার বাহীনির হাতে ফাতেমা বেগমের জিবন বিপন্ন হওয়ার পর শাহপরান থানায় একটি হত্যা মামলা সংগঠিত হয়, এরি জেরে আসামী দ্বয় উক্ত মামলার বাদী শিমুল এবং আঃ ছামাদ সহ পরিবারের লোকজনের উপর দিন দিন অত্যাচার আরও বেগমান হচ্ছে। অপর দিকে টাকা আর ক্ষমতার কাছে জিম্মি হয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
প্রতিনিয়ত চলছে আঃ ছামাদ এর পরিবারের উপর পরিকল্পিত হয়রানি।
স্থানীয় সুত্রে জানা যায়, ফাতেমার মৃত্যুর পর পোস্টমেটাম শেষে দাফন কাফনেও চলে ঐ কেডার বাহীনির ভয়ভীতি ও হুমকি এমনকি মৃত ফাতেমার লাশ দাফন কাফনে বাধা প্রদান করে, রিপন গাজী ও তার কেডার বাহীনি। ভুক্তভোগী পরিবার কোন উপায় খুজে না পেয়ে শাহপরান থানা পুলিশের সহযোগিতায় দাফন কাফন করা হয়।
এলাকাবাসী সুত্রে তথ্য নিয়ে জানা যায়, পর্যায়েক্রমে অত্যাচারের চাপ বেগমান হচ্ছে। উক্ত হত্যা মামলার বাদী এবং আঃ ছামাদ এর পরিবারের উপর পরিকল্পিত হয়রানি করা হচ্ছে, তাদের পকেটে এবং বাড়িতে মাদক রেখে থানা পুলিশের হাতে ধরিয়ে দেবে মর্মে চেষ্টা অব্যাহত রয়েছে রিপন গাজী ও তার কেডার বাহীনির, রিপন গাজী, শিপুল গাজী, আইয়ুব আলী, লোকমান আলী, রাসেল, বাবলা মিয়া, বিল্লাল মুন্সি, হোসেন, রবি,সিদ্দিক,সুজন ও আবুল কালম সহ বাহিনীর অন্যান্য আসামী গন।
এই নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে আঃ ছামাদ।
অপরদিকে দীর্ঘ ৩৫ দিনেও ফাতেমা বেগমের হত্যা মামলার আসামীদের গ্রেফতার হচ্ছে না কেন এ বিষয়ে জানতে চাইলে উক্ত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানা পুলিশের এসআই অনুপ কুমার চৌধুরী বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় আসামীদের গ্রেফতার করতে একটু বিলম্ব হয়েছে, এখন যত দ্রুত সম্ভব আসামীদের গ্রেফতার করে আদালতে পেরন করা হবে।
Leave a Reply