১৩ অক্টোবর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে YAMAHA- R15 ব্রান্ডের ১ টি মোটরসাইকেল চুরি।

নিজস্ব প্রতিবেদকঃ

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে YAMAHA- R15 ব্রান্ডের ১ টি মোটরসাইকেল চুরি।

আনোয়ার হোসেন আরিফ, বিশেষ প্রতিনিধি:
বসুন্ধরা আবাসিক এলাকার আফরোজা বেগম রোড, ব্লক- এফ, এলাকা হতে YAMAHA ব্রান্ডের R15-V3 ইন্দোনেশিয়ান মডেলের নীল রংয়ের একটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় উক্ত মোটরসাইকেল এর মালিক নওশাদ বারী নব, (২৬ জানুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকার ভাটারা থানা ডিএমপি ঢাকায়, একটি এজাহার দায়ের করেন।
গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় বসুন্ধরা আবাসিক এলাকার আফরোজা বেগম রোড, ব্লক-এফ এলাকা হতে YAMAHA ব্রান্ডের নীল রংয়ের R15-V3 ১ টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মোটরসাইকেল টি নীল রংয়ের, যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ল-৩০-৪৩৭০, ইঞ্জিন নং- G3J6E0267550, চেসিস নং- MH3RG4710LK142687, আনুমানিক মূল্য-৫,১০,০০০/- (পাঁচ লক্ষ দশ হাজার) টাকা।
চুরি যাওয়া মোটরসাইকেল এর মালিক হলেন, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মো: মোখলেছুর রহমান মন্ডলের ছেলে মোঃ নওশাদ বারী নব (২৩)। ও বর্তমান ঠিকানা- বাসা নং-২৮০ (৫ম তলা), আর.কে ঠিকানা,
চুরি যাওয়া উক্ত মোটরসাইকেলটির কেউ কোন সন্ধান পেলে বসুন্ধরা আবাসিক এলাকার ভাটারা থানা প্রশাসন অথবা মোটরসাইকেলের মালিক এর দেওয়া মোবাইল নম্বর-০১৭৮৬-৫০৪৪৫৩ তে কল করে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী। এমন কি সংবাদদাতাকে পুরস্কৃত করবে মর্মে প্রতিশ্রুতি দেন এবং তার সাথে সংবাদদাতার কাছে চিরকৃতজ্ঞ থাকবে বলে জানান।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: শামীম হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন, এই বিষয়ে একটি মামলা হয়েছে এবং ইতিমধ্যে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে তদন্তের কাজ চলমান রয়েছে এবং সিসি টিভির ভিডিও ফুটেজ টি ডিবিতেও দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *