স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদীতে জমি চাষ করতে গিয়ে নিজের ট্রাক্টরের নিচে পড়ে শাহিনুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে,নিহত ওই যুবক উপজেলার মাটিয়াকুড়া গ্রামের ছামিউল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গ্রামে ২৭ ডিসেম্বর বুধবার বিকেলে শাহিনুর রহমান তাঁর নিজস্ব ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পড়নের লুঙ্গি ট্রাক্টরের লাঙ্গলের ফলার সাথে পেচিয়ে গিয়ে সে ট্রাক্টরের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লাশ দাফনের অনুমতি চেয়েছে। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।
Leave a Reply