১১ নভেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

পিরোজপুর কাউখালী উপজেলায়,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান

নিজস্ব প্রতিবেদকঃ

(নুরুজ্জামান খোকন)
২৩/১২/২০২৩ শনিবার পিরোজপুর কাউখালী উপজেলায়,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারোয়ার হোসাইন চৌধুরী এএফডব্লিউসি, পিএসসি, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ তলা, ৫০ শয্যা বিশিষ্ট ভবন পুনঃ নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী, আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ সহ স্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি কমিশনার মোঃ বায়েজিদুর রহমান,পরিদর্শনকালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারোয়ার হোসাইন চৌধুরী, কাউখালী উপজেলা ৬ তলা ভবনের ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের পুনঃ নির্মাণ কাজ সার্বিক পর্যালোচনা শেষে অসন্তোষ প্রকাশ করেন, তিনি দায়িত্ব রত ঠিকাদারকে আগামী ২৮ দিনের মধ্যে মূল ভবনের কার্যক্রম প্রবাহমান দেখতে চান, কেননা দীর্ঘদিনের অবহেলিত স্বাস্থ্য কমপ্লেক্স পুনঃ নির্মাণ কাজ ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন, যাতে করে উপজেলার ডাক্তার এবং রোগীদের দ্রুত কষ্ট লাঘব হয়। এ ছাড়াও পরবর্তীতে তিনি লে: কর্নেল: নজরুল ইসলাম কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং পর্যালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *